ক্রিকেটের নন্দন কাননে (Eden Gardens) ফের একবার দেখা যাবে মহারাজকে (Sourav Ganguly)। আগামী ১৬ সেপ্টেম্বর ‘লেজ়েন্ডস লিগ ক্রিকেট’-এর প্রীতি ম্যাচে খেলতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সব কিছু ঠিকঠাক চললে সে দিন ইডেন গার্ডেন্স আলো করে থাকবেন বিগ বি (Big B)।
‘লেজ়েন্ডস লিগ ক্রিকেট’ (এলএলসি)-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলিউডের আরেক লিজেন্ড অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাই তাঁকে ওই দিন ইডেনে হাজির করানোর চেষ্টা চলছে। সেই নিয়ে বুধবার কলকাতায় দু’দফায় বৈঠক করলেন সংগঠকেরা। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার কক্ষেও বৈঠক হয়েছে। দর্শক সংখ্যা বাড়ানোর জন্য টিকিটের দামও কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট বিক্রি করা হবে অনলাইনেই।
Parachute Pant fashion: এই পুজোয় দারুণ হিট প্যারাশুট প্যান্ট, কীসের সঙ্গে পরলে জমবে ফ্যাশন?
১৬ সেপ্টেম্বর ‘ইন্ডিয়ান মহারাজাস’ দলের নেতৃত্ব দেবেন সৌরভই। সেই দলে থাকছেন বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, জাহির খান, মহম্মদ কাইফেরা। পার্থিব পটেল, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, আর পি সিংহ, অশোক ডিন্ডারাও আছেন। প্রতিপক্ষ ‘ওয়ার্ল্ড জায়ান্টস’ও আটঘাট বেঁধেই মাঠে নামবে।