সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে যেকজন ক্রিকেটার ডেবিউ করেছেন, তাঁর মধ্যে অন্যতম সরফরাজ খান। ঘরের মাঠে টেস্ট সিরিজে ঝুলি ভরে রান তুলে তিনি ভরসা জুগিয়েছিলেন রোহিতদের। এরপরেই, মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রা ভারতের ব্যাটার সরফরাজ খানের বাবা নওশাদ খানকে একটি থর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেকথা রাখলেনও আনন্দ।
IPL 2024 CSK vs RCB: এবার বিরাট বনাম রাচীন দ্বৈরথ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
নওশাদের আত্মত্যাগই সরফরাজকে সর্বোচ্চ স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করেছিল। সরফরাজ যখন আত্মপ্রকাশ করেন, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা তখনই তাঁকে একটি মাহিন্দ্রা থার উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে সরফরাজ এবং তাঁর বাবা নওশাদকে তাদের নতুন থর উন্মোচন করতে দেখা গিয়েছে।