সেমি ফাইনাল দেখতে কাতার উড়ে যাচ্ছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। কাতার সরকারের তরফে বিশেষ আমন্ত্রণ পেয়েছেন তিনি। এদিকে তাঁর বাবাও বড় ফুটবল ভক্ত। তাই মেয়ের সঙ্গে যাচ্ছেন বাবা চ্যাঙ্কি পান্ডেও৷
ফিফা বিশ্বকাপের হাড্ডাহাড্ডি আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার সেমিফাইনাল মঙ্গলবার রাতে। সেই খেলাই সচক্ষে দেখতে যাচ্ছেন অনন্যা। তবে সেমি ফাইনাল দেখেই তড়িঘড়ি ফিরে আসার কথা তাঁর।
সামনে রয়েছে আর দুটি ম্যাচ। এই ম্যাচ দু'টি জিততে পারলেই কাতার থেকে স্বপ্নের কাপ নিয়ে দেশে ফিরতে পারবেন মেসি। ছিয়াশিতে দিয়েগো মারাদোনা কাপ দিয়েছিলেন দেশকে। সেই শেষ। মেসি এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের ময়দানে নেমেছেন। কিন্তু এখনও অধরাই রয়ে গিয়েছে বিশ্বকাপ। এটাই শেষ সুযোগ মেসির। এবার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন অনন্যা।