জল্পনা ছিলই । সেটাই সত্যি হল । আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া । নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসরের গুঞ্জনে শিলমোহর দিলেন তারকা ফুটবলার । তিনি জানান, আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা । উল্লেখ্য, ২০০৮ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার ।
সোশ্যাল মিডিয়ায় মারিয়া লেখেন, 'আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা। বুকে পাথর চেপে অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব যার জন্য এত কষ্ট করেছি, এত ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি । আমি ফুটবল নিয়ে গর্ব করি। এটা আমার ভালোবাসা।'
১৫ বছর আগে ২০০৮ সালে তাঁর অভিষেক হওয়ার পর, ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ১৩৬ টি ম্যাচ খেলেছেন । চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি ।