আর কয়েক ঘণ্টা! তারপরই জানা যাবে এ বারের ফুটবলের বিশ্বযুদ্ধে জয়ী কোন দল, ফ্রান্স , না, আর্জেন্টিনা। যে দলই জিতুক না কেন, এটি তাদের তৃতীয় বিশ্বকাপ জয় হতে চলেছে। ইতিমধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণীও হয়েছে।
একাধিক ফুটবল বিশেষজ্ঞ ছাড়াও নানান পোষ্যদের (সারমেয়, বিড়াল, কচ্ছপ, ঈগল, মাছ এবং অন্য বেশ কয়েকটি প্রাণী) দিয়ে করা ভবিষ্যদ্বাণীও ঘোরা ফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। বেশির ভাগ প্রাণীদের করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এ বারের বিশ্বকাপ যাবে আর্জেন্টিনা শিবিরে।
প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী এই প্রথম নয়। ২০১০ সালের বিশ্বকাপে পল দ্য অক্টোপাস শিরোনামে এসেছিল। ফুটবলপ্রেমীদের এই নাম ভোলার কথা নয়। সেই তখন থেকে ফুটবল বিশ্বকাপ এলেই সকলের মনে পড়ে পল দ্য অক্টোপাসকে। বিড়াল, জিরাফ, তিমি, বাঁদর, কুকুর এবং আরও অনেক প্রাণী পলের জায়গা নেওয়ার দৌড়ে ছিল। কেউই সফল হয়নি।
চলতি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড জিতবে নাকি ফ্রান্স, তার ভবিষ্যদ্বাণী করেছিল এক সিংহ। মিলে গিয়েছিল ভবিষ্যদ্বাণী। এ ছাড়া বাজপাখী নোয়ারের ভবিষ্যদ্বাণী মিলেছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। এ বার দেখার ফাইনালের জন্য বেশির ভাগ প্রাণীর করা ভবিষ্যদ্বাণী মেলে কিনা।