বাংলার দর্শকের কাছে তিনি কখনও ব্যোমকেশ, কখনও অন্য কোনও নায়ক। তবে তাঁকে কম বেশি সিরিয়াস চরিত্রেই দেখা যায়, এ হেন অনির্বাণ ভট্টাচার্য নাকি সুইমিং পুলে নাচানাচি করছেন! ভাবা যায়? সেই ভিডিও আবার অভিনেতা নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
'বিবাহ আভিযান ২' ছবির 'মন মাঝারে' গান মুক্তি পেল সদ্য, তারই কিছু টুকরো মুহূর্ত অনির্বাণ শেয়ার করেছেন। এক ঝাঁক তারকা পুল পার্টিতে ব্যস্ত। জলকেলিতে ব্যস্ত অনির্বাণ, রুদ্রনীল, সৌরভ-প্রিয়াঙ্কা-সোহিনীরা।
বিবাহিত জীবনের সব জাঁদরেল স্ত্রীয়েদের জ্বালায় তিন পুরুষের জীবন শেষ, এই-ই ছিল প্রথম পর্বের ইউএসপি, ছবির সিকোয়েলে নিশ্চয়ই থাকছে নতুন চমক।