শনিবার সকালে ভারতের ঝুলিতে পদক এনে দিলেন অদিতি স্বামী। তীরন্দাজিতে ইন্দোনেশিয়াকে পরাজিত করে দেশকে ব্রোঞ্জ এনে দেন অদিতি।
7 October On This Day In History: আজকের দিনে প্রকাশ্যে এসেছিল চাঁদের কলঙ্ক, আর কী হয়েছিল ?
এশিয়ান গেমসে ১০২ পদক জয় নিশ্চিত ভারতের। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে মোট পদক সংখ্যা ৯৬। যার মধ্য়ে ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৪০ টি ব্রোঞ্জ।