সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে ভারতে আসতে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী অ্যাস্টন ভিলার এই ফুটবলারকে দেশ তথা কলকাতায় নিয়ে আসছেন শতদ্রু দত্ত। যিনি এর আগে কলকাতা শহরে এনেছিলেন পেলে এবং মারাদোনাকেও।
শতদ্রু জানাচ্ছেন, ২০-২১ জুন অথবা ১-৩ জুলাইয়ের মধ্যে আসতে পারেন মার্টিনেজ। প্রয়োজনীয় কাগজপত্রে ইতিমধ্যেই সমস্ত সইসাবুদ সারা হয়ে গিয়েছে।
মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একটি চ্যারিটি ম্যাচেও মার্টিনেজ অংশ নেবেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়। শতদ্রু দত্ত জানাচ্ছেন, কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন আর্জেন্টিনা দলের গোলকিপার।