কোপা আমেরিকা জয় করে দেশে ফিরেছে আর্জেন্তিনা ফুটবল দল। তারপরই নতুন অভিযোগের শিকার হলেন মেসির দলের খেলোয়াড়রা। বর্ণবিদ্বেষী আচরণে অভিযুক্ত হয়েছে আর্জেন্তিনা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করবে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
অভিযোগ, কোপা আমেরিকা জয়ের আনন্দ-উদযাপনের সময়ই সীমা-লঙ্ঘন করেন আর্জেন্তাইন ফুটবলাররা। অথচ মজার ব্যাপার, ফ্রান্সের সঙ্গে তাদের খেলাই হয়নি! কোপায় আর্জেন্তিনা ফাইনাল খেলেছে কলম্বিয়ার বিরুদ্ধে। তাহলে?
আসলে এই ঘটনার সূত্রপাত ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে। সমর্থকদের মধ্যে তর্কাতর্কি, হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছানোর পর দু’দেশের সমর্থকরাই উভয়ের বিরুদ্ধে বর্ণবাদমূলক মন্তব্য ছুঁড়ে দেয়। এবার কোপা শিরোপা জেতার পর কার্যত সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আর্জেন্তিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের মাধ্যমে।
সোশ্যাল মিডিয়াতে এনজো ফার্নান্দেজের করা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন তাঁরা। ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর কিলিয়ান এমবাপেকে নিয়েও বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্তাইন সমর্থকরা।
ফার্নান্দেজের ভিডিয়োতে এবার সেই গানটিই গাইতে শোনা গিয়েছে। বার্তা সংস্থা এএফপির সূত্রমতে, এই বিষয়টি নিয়ে আর্জেন্তাইন ফুটবল ফেডারেশন এবং ফিফাকে অভিযোগ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি দেবে ফ্রান্স।