দোহা থেকে বুয়েনোস আইরেস। দীর্ঘ ২১ ঘণ্টা যাত্রা করে সোমবার ভোররাতে দেশে ফিরেছিল মেসি সহ গোটা বিশ্বকাপজয়ী দল। নিল সাদা জার্সির টিমকে উষ্ণ অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন ভক্তরা। তবে নিয়ন্ত্রণহীন জন বিস্ফোরণের কারণে বেশ সমস্যায় পড়তে হল মেসিদের।
হুডখোলা বাসে যাত্রা মাঝপথেই বন্ধ করে বাকি রাস্তা যেতে হল হেলিকপ্টারে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে বিখ্যাত সৌধ ‘ওবেলিস্ক’-এর উদ্দেশে হুডখোলা বাসে বিজয়যাত্রা করার কথা ছিল মেসিদের। ৪০ লক্ষ মানুষের জন জোয়ারের চাপে এগোতেই পারছিলেন না, লিও-ডিমারিয়ারা।
এরপর আর্জেন্টিনার বাসে ওঠার চেষ্টা করতে থাকেন অনেক সমর্থক। একটি ব্রিজের তলায় দিয়ে বাস যাওয়ারসময় ব্রিজ থেকে অনেকে লাফিয়ে বাসের উপরে পড়েন। মেসিদের নিরাপত্তা নিয়ে তখন বিরাট সমস্যা দেখা দেয়।
বাধ্য হয়ে দ্রুত হেলিকপ্টারের ব্যবস্থা করে সে দেশের সরকার। তাতেই ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তবে আনন্দের পরিবেশে বেশি কড়া ব্যবস্থা নেয়নি পুলিশ। মেসিরা হেলিকপ্টারে উঠে যাওয়ার পরেই রাস্তা ফাঁকা হতে শুরু করে।