কয়েক মাস আগেই কলকাতায় এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকে সফর ঘিরে উন্মাদনায় ভেসেছিল তিলোত্তমা। এবার ভারত সফরে আসতে পারেন আর এক বিশ্বজয়ী আর্জেন্টাইন ফুটবলা ডি মারিয়া। মার্টিনেজকে এনে চমকে দিয়েছিলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। ডি মারিয়াকেও আনতে চলেছেন তিনিই।
পুজোর সময়ই ভারতে আসার কথা ছিল মেসির সতীর্থ ডি মারিয়ার। কিন্তু ক্লাব ও আর্ন্তজাতিক ফুটবল সংক্রান্ত ব্যস্ততার কারণে তিনি তখন আসতে পারেননি। কিন্তু ২০২৪ সালে ডি মারিয়ার ভারত সফর প্রায় নিশ্চিত।
MS Dhoni: হুঁকোয় টান ক্যপ্টেন কুলের! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক
সব ঠিক থাকলে চলতি বছরের মে মাসের শেষ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে ভারতে আসার কথা মারিয়ার। তিনি যাবেন পড়শি বাংলাদেশেও। আপাতত সবকিছু ফাইনাল হওয়ার অপেক্ষা।