দুর্দান্ত রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার আর্শদীপ সিং। টি২০ বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ম্যাচের প্রথম বলেই বিপক্ষের ওপেনার সায়ন জাহাঙ্গিরকে আউট করেন তিনি। এর আগে কোনও ভারতীয় বেলার টি২০ বিশ্বকাপে ইনিংসের প্রথম বলেই উইকেট পাননি৷ ভারতের প্রথম বোলার হিসাবে নজির গড়লেন আর্শদীপ।
ম্যাচে অসাধারণ বল করেছেন আর্শদীপ। সায়ন ছাড়াও আর্শদীপ আউট করেছেন আন্দ্রেস গৌস, নীতীশ কুমার এবং হরমিত সিংহকে। ৪ ওভার বল করে ৪ উইকেট পেয়েছেন মাত্র ৯ রানের বিনিময়ে।
টি২০ বিশ্বকাপে ইনিংসের প্রথম বলেই উউকেট নিয়েছেন আরও তিনজন। বাংলাদেশের মাশরাফি মোর্তাজা, আফগানিস্তানের শাপুর জ়ারদান এবং নামিবিয়ার রুবেন ট্রাম্পপ্লেম্যানের। রুবেন দুবার টি২০ বিশ্বকাপের প্রথম বলে উইকেট পেয়েছেন। আর্শদীপ হলেন এই তালিকার চতুর্থ বোলার।