তরুণ ভারতীয় পেসার আর্শদীপ সিং আইসিসি'র ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ারে মনোনীত হলেন। তাঁর সঙ্গেই মনোনীত হলেন দক্ষিণ আফ্রিকা মার্কো জ্যানসেন, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদ্রান। গত জুলাই মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আর্শদীপ সিং-এর। মাত্র ৬ মাসের কম সময়েই এমন এক সম্মানে মনোনীত হওয়া ফের একবার তাঁর অসীম প্রতিভার পরিচায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মাত্র ২১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ভারতীয় দলের হয়ে ৩৩টি উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার বোলিং-এর অন্যতম উজ্জবল স্তম্ভ হয়ে উঠেছেন আর্শদীপ।
শুধু তাই নয়, পুরনো এবং নতুন বলে তাঁর তুমুল দক্ষতাও ভারতীয় ক্রিকেট দলে তাঁর জায়গা ক্রমশ পোক্ত করে তুলছে। গত নভেম্বরেই নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আর্শদীপের।