এক ইনিংস শেষ হয়েছিল বেশ কিছু বছর আগে। ৬৬ বছরে এসে ফের দ্বিতীয় ইনিংস। ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলার হেড কোচ অরুণ লাল (Arun Lal)। আগামী ২ মে বিয়ে। পাত্রী বুলবুল সাহা (Bulbul saha)। তিনি অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান।
শোনা গিয়েছে অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুল। প্রথম স্ত্রীয়ের সম্মতিতেই বিয়ে হচ্ছে। তবে অরুণ লাল নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি।
দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করলেও, পরে কলকাতায় চলে আসেন। ১৯৮৯-৯০ মরশুমের রঞ্জি জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনেও এসেছে নানা ঝড় ঝাপটা।
২০১৬ সালে চোয়ালের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হার মানেননি। মারণরোগকে হার মানিয়ে আবার মাঠে ফিরে এসেছেন। আর এ বার নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।