আইপিএলের মেগা নিলামে (IPL mega auction) নেই বলিউডের বাদশা। কিন্তু, তাতে কী হয়েছে! শুক্রবার তাঁর বদলে নাইট রাইডার্সের (KKR) হয়ে নিলামের টেবিলে বসেছেন তাঁর দুই সন্তান। আরিয়ান খান (Aryan Khan) এবং সুহানা খান (Suhana Khan)। নিলামে ভাইবোনের ছবি ইতিমধ্যেই ভাইরাল (Viral on social media) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: শিলিগুড়িতে রাজনৈতিক ঐতিহ্যকে সম্মান জানাবে মানুষ, আশা অশোক ভট্টাচার্যের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট (IPL official Twitter account) থেকে নিলামের ঠিক আগের মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, গালে হাত দিয়ে দাদা আরিয়ানের (Aryan Khan) পাশে বসে রয়েছেন সুহানা খান (Suhana Khan)। দুই ভাইবোনেরই নজর ল্যাপটপের দিকে। তাঁদের সঙ্গে একই টেবিলে রয়েছেন আরও দু’জন।
প্রসঙ্গত, মাদক-কাণ্ডে গত অক্টোবরে অভিযুক্ত হওয়ার পর এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল আরিয়ান খানকে (Aryan Khan in IPL auction)। তিনি এক মাস জেলে কাটানোর পর জামিনে ছাড়া পেয়েছিলেন।
সুহানা খান এই প্রথমবার আইপিএলের নিলামে (Suhana Khan in IPL auction) এলেন। আরিয়ান খানকে গত বছরের আইপিএলের (IPL) নিলামেও দেখা গিয়েছিল।