টিটোয়েন্টি জয়ের পরেই, ভারতীয় দলের কোচ হিসেবে নাম ঘোষণা হয় গৌতম গম্ভীরের। তারপর থেকেই সংশয় ছিল তিনি বিরাট রোহিতকে দিয়ে খেলবেন কিনা? এই প্রসঙ্গে, ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলার সম্ভাবনার বিষয়ে তার মতামত শেয়ার করেছেন।
যদিও গম্ভীর আগেই জানিয়েছিলেন, সেইসময় ভারতের দুই অভিজ্ঞ খেলোয়াড় যদি ফিট থাকতে পারেন তাহলে অবশ্যই তাঁরা খেলবেন। কোহলি এবং রোহিত গত মাসে T20 বিশ্বকাপের ফাইনালের পরে নিজেদের অবসরের কথা ঘোষণা করেছিলেন।
আশীষ এই প্রসঙ্গে জানান, ‘বিরাট-রোহিত দুজনেই খেলা নিয়ে বেজায় প্যাশনেট। যখন তারা এক ড্রেসিংরুমে থাকবেন, এক হয়ে যাবেন। তাঁদের দীর্ঘ ১৬-১৭ বছরের অভিজ্ঞতা।’ তিনি আরও জানান, শুধু বিরাট গম্ভীরের মধ্যেই নয়, এর আগেও বহু ক্রিকেটারদের মধ্যে ঝামেলা হয়েছে। কিন্তু তাঁরা একসঙ্গে যখন খেলবেন, দেশের জন্যেই খেলবেন। গম্ভীর সম্পর্কে তিনি জানান, গম্ভীর ভীষণ স্বচ্ছ ও সাহসি একজন মানুষ। ওর মনের ভিতরে যা চলে, সেটা খুবই স্পষ্ট করে বলে দেয়।