৪৪ বছরের খরা মিটল শনিবার! অস্ট্রেলিয়ান ওপেনের (Australian open) খেতাব জিতলেন একজন অস্ট্রেলীয়! এই শিরোপা এল অ্যাশলে বার্টির (Ashleigh Barty) হাত ধরে। ফাইনালে ড্যানিয়েলা কলিনসকে ৬-৩, ৭-৬ সেটে হারান অ্যাশলে।
আরও পড়ুন: আইএসএল ডার্বির রং সবুজ-মেরুন, জামশিদ পুত্র কিয়ানের হ্যাটট্রিকে বড় ম্যাচে নিভল মশাল
এটিই তাঁর প্রথম অস্ট্রেলিয় ওপেন জয়। এর আগে তিনি উইম্বলডন (Wimbledon) এবং ফরাসি ওপেন (French open) জিতেছিলেন। তবে, ড্যানিয়েলাও দারুণ শুরু করেছিলেন। প্রথমে ৫-১ গেমে এগিয়ে যান। সেখান থেকেই পরপর চারটি গেম জিতে খেলা ৫-৫ করে ফেলেন বার্টি (Ashleigh Barty)। দু’জনেই নিজেদের পরবর্তী সার্ভিস জেতায় সেটের ফল দাঁড়ায় ৬-৬। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে ৭-২ পয়েন্টে জিতে ম্যাচ এবং ট্রফি জিতে নেন এই অস্ট্রেলীয়।