এশিয়া কাপ ফাইনালের (Asia Cup Finale) আগে ম্যারাথন বৈঠক করল টিম ইন্ডিয়া। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) টিমে নেওয়া হল। তড়িঘড়ি তাঁকে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের নেপথ্যে, অক্ষর পটেলের চোট। বিসিসিআই জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবেন না অক্ষর (Axar Patel)। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বাঁ হাতে চোট পেয়েছেন তিনি। তাঁর জায়গায় দলে এলেন ওয়াশিংটন সুন্দর। ফাইনালে তাঁকে খেলানো হতে পারে।
অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় -সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট দীর্ঘ বৈঠক করে ওয়াশিংটনকে দলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শনিবার প্রথমে বৈঠক শুরু হয়েছিল কোচ দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের মধ্যে। এরপর যোগ দেন রোহিত এবং অজিত আগরকর। এরপর বোলিং কোচ পরেশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপও বৈঠকে যোগ দেন। তিনঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা আলোচনা করেন। রাঠৌর, মামব্রে এবং দিলীপ চলে যাওয়ার পরেও ঘণ্টাখানেক কথা বলেন রোহিত, দ্রাবিড় এবং আগরকার।
Team India News : এশিয়া কাপ জিতলে কি একনম্বর হবে ভারত ? অঙ্ক কী বলছে ?
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় অক্ষরের হাতে একাধিক বার বল লাগে। সেই চোটের কারণেই ছিটকে গেলেন তিনি।