পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ২২৮ রানে জয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে দলে সবার খেলার সুযোগ পাওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন রোহিত।
বৃষ্টির জন্য দু'দুবার পণ্ড হয়েছিল ভারত-পাক ম্যাচ। এই অবস্থায় দলের সকলের খেলাটার খুব দরকার ছিল বলে মনে করছেন রোহিত, সে কারণে ম্যাচ শেষের পরেই সতীর্থদের আগে তিনি ধন্যবাদ জানান কলম্বোর স্টেডিয়াম কর্মীদের। বলেন, তাঁরা যাতে ঠিক মত খেলতে পারেন, তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন মাঠকর্মীরা।
India Vs Sri Lanka : এশিয়া কাপে আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মাঠে নামার আগে ক্লান্তির কথা বিরাটের মুখে
তারপর অবশ্য একে একে সতীর্থদের প্রশংসা করতে ছাড়েননি রোহিত। বিশেষ ভাবে প্রশংসা করেন বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটির।