বুধবার এশিয়ান গেমসে (Asian Games 2023) একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে । এবার শুটিংয়ে এল আরও একটি রুপোর মেডেল । ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছেন এষা সিং । দলগত ইভেন্টে সোনার পর এবার রুপো জিতে আরও একবার ভারতকে গর্বিত করলেন এষা ।
১৮ বছর বয়সী শুটারের ঝুলিতে সংগ্রহ ৩৪ পয়েন্ট । সোনার থেকে মাত্র ৪ পয়েন্ট পিছনে । এদিকে, মানু ভাকের পঞ্চম স্থানে শেষ করে বাদ পড়েছেন ব্যক্তিগত ইভেন্ট থেকে । ভারতের ঝুলিতে মোট পদক সংখ্যা ২১ ।
আরও পড়ুন, Asian games 2023 : ভারতের ঘরে চতুর্থ সোনা, ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে জয় মেয়েদের
বুধবার ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টেও জয় পায় ভারত (India) । দলে ছিলেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান । ভারতের ঘরে চতুর্থ সোনা এনে দিয়েছিলেন মেয়েরা ।