এশিয়ান গেমসে ভারতের সাফল্য অব্যাহত। সোমবার সকালেই ফের ব্রোঞ্জ এল ভারতের ঘরে। মহিলাদের স্কেটিং-এ ৩০০০ মিটারের রিলে বিভাগে তৃতীয় স্থানে শেষ করল ভারত।
২ রা অক্টোবর সকালের প্রথম ভাল খবর আনল মহিলা স্কেটিং দলের তিন তারকা কার্তিকা জগদীসরন, হীরল সাধু এবং আরতি কস্তুরি রাজ।
রবিবার পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের জেতা পদক সংখ্যা ছিল ৫৩।