এশিয়ান গেমসের ১২ তম দিনের শুরুটা হল সোনা দিয়ে । তিরন্দাজিতে মহিলাদের কম্পাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় মেয়েরা । দেশের জন্য সোনা জিতেছেন অদিতি স্বামী, জ্যোতি ভেনাম, পরনীত কউর । তিরন্দাজিতে চাইনিজ তাইপে টিমকে হারিয়ে ভারতকে ১৯তম সোনা এনে দিলেন তাঁরা । এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা এখন ৮২ ।
চাইনিজ তাইপের বিরুদ্ধে প্রথমে ৪ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন ভারতের মেয়েরা । কিন্তু, তারপর নাটকীয় ভাবে তাঁরা ফেরেন ম্যাচে । ১ পয়েন্টে এগিয়ে যান জ্যোতি ভেনাম, অদিতি স্বামী ও পরনীত কৌর। সেখান থেকে ফের সমতা ফেরায় চিনা তাইপে । তবে, শেষ সিরিজে ২৩০-২২৯ পয়েন্টে সোনা জিতে যান অদিতিরা ।