বৃহস্পতিবার ভারতের জন্য তৃতীয় সোনা । এবারও তিরন্দাজিতে । ছেলেদের বিভাগে তিরন্দাজিতে ভারতকে সোনা উপহার দিলেন ওজাস দেওতালে, অভিষেক বর্মা, প্রথমেশ জকার । সাউথ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত । এর আগে মেয়েদের বিভাগেও তিরন্দাজিতে সোনা জিতেছে ভারত ।
প্রথম থেকেই এগিয়ে ছিলেন ওজাসরা । মাঝে দক্ষিণ কোরিয়া এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়রা ।
বৃহস্পতিবার স্কোয়াশেও সোনা জিতেছে ভারত । এদিন, সোনার পদক উপহার দিয়েছেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর সান্ধু । স্কোয়াশ মিক্সড ডাবলসে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ।