শুক্রবার ব্রোঞ্জ দিয়ে শুরুটা করেছিল ভারত । দ্বিতীয় পদকও এল ব্রোঞ্জ । সেপাক টাক্রো-তে তৃতীয় হয়েছে ভারত । এদিন, মহিলাদের রেগু ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় মেয়েরা । এর আগে তিরন্দাজিতে রিকার্ভে ব্রোঞ্জ জেতে ভারত ।
তিরন্দাজিতে রিকার্ভেও রুপো পেয়েছেন ছেলেরা। শুক্রবার চিনে রিকার্ভের ফাইনালে রিপাবলিক অফ কোরিয়ার বিরুদ্ধে ৫-১ স্কোরে হারতে হয় ভারতকে। রুপো জেতেন অতনু দাস, ধীরজ বোম্মাদেবরা ও তুষার শেল।