ভারতীয়দের জন্য মেডেলে মোড়া বুধবার। এশিয়ান গেমসে একের পর এক মেডেল আসছে ভারতে। এবার সেলিং-এর পুরুষ বিভাগে দেশের হয়ে ব্রোঞ্জ জিতলেন বিষ্ণু সারাভানান।
পুরুষ সেলিং-এর ডিঙ্গি ILCA 7 ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করেছেন বিষ্ণু। ঝুলিতে সংগ্রহ করেছেন ৩৪ নেট পয়েন্ট। সেলিং-এ এখনও পর্যন্ত তিনটি মেডেল এল ভারতের ঘরে।
Asian Games 2023 : শুটিংয়ে ফের সোনা জয় ভারতের, ব্রোঞ্জও এল ঘরে, এশিয়ান গেমসের মঞ্চে জয়জয়কার মেয়েদের
শুটিংয়ে আবারও পদক জিতল ভারত । সোনা ও ব্রোঞ্জ...দুটি পদকই এসেছে ভারতের ঝুলিতে । মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা । এই নিয়ে পঞ্চম সোনা এল ভারতের ঘরে ।
অন্যদিকে, একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী । বুধবার সকালেই দলগত ইভেন্টে তাঁরাই রুপো এনে দিয়েছিলেন ভারতকে । এবার ব্যক্তিগত ইভেন্টেও জয়জয়কার ভারতীয় মেয়েদের ।