মঙ্গলবার সকালটা ভারতীয়দের জন্য এশিয়ান গেমসেও হয়ে উঠল আক্ষরিক অর্থেই মঙ্গলময়। বাংলাদেশকে হারিয়ে জয় এল ভারতের পুরুষ কাবাডি দলের।
পড়শি দেশ বাংলাদেশকে ৫৫-১৮য় হারিয়ে জয় ছিনিয়ে নিল ভারত। group -এ র ম্যাচে ভারত শুরুই করল জয় দিয়ে।
সোমবার পর্যন্ত এশিয়াডে মোট ৬০ টি পদক জিতেছে ভারত।