আইএসএলের (ISL 2022) সেমিফাইনালে হায়দরাবাদের কাছে পর্যুদস্ত হল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চেন্নাইয়িন এফসিকে (Chennaiyin FC) ১-০ ব্যবধানে হারিয়ে আইএসএলের (ISL 2022) সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা।
সেই আশায় জল ঢেলে দিলেন বার্থালোমিউ ওগবেচে, মহম্মদ ইয়াসির, জেভিয়ার সিভেরিয়োরা। তাঁদের গোলের সুবাদেই এটিকে মোহনবাগানক ৩-১ ব্যবধানে হারিয়ে বিপুল জয় পেল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করলেন রয় কৃষ্ণা (Roy Krishna)।
সেমিফাইনালের প্রথম পর্বে এই হারের সঙ্গে সঙ্গেই একটানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল এটিকে মোহনবাগানের। এই প্রথম এটিকে মোহনবাগানকে হারাল হায়দরাবাদ এফসি। এদিন ম্যাচের প্রথমার্ধের মাত্র ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণা। প্রায় ৩০ মিনিট ১-০ ব্যবধানে এটিকে এগিয়ে থাকার পর প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে হায়দরাবাদের হয়ে গোল করেন বার্থালোমিউ ওগবেচা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে দাপট ছিল হায়দরাবাদের। ৬৪ মিনিটে গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মহম্মদ ইয়াসির। ম্যাচের ৫৮ মিনিটে জুয়ান ফেরান্দোর দলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন জেভিয়ার স্যাভিয়েরো।