চলতি আইএসএলের মরসুমে প্রথম গোল করা মানেই দলটি থেকে যাবে চালকের আসনে- এমন একটি ধারা এটিকে মোহনবাগান অব্যাহত রেখেছে এই সিজনের শুরু থেকেই। রবিবারও অন্যথা হল না তার। মারগাঁও-এর পিজেএন স্টেডিয়ামে ২-০ গোলে বেঙ্গালুরুকে হারিয়ে দিল প্রীতম কোটালরা। বেঙ্গালুরু এফসি'র কাছে চলতি আইএসএলে এখনও পর্যন্ত অপরাজিতই রয়ে গেল এটিকে।
ম্যাচের শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াই চললেও প্রথমার্ধ্ব শেষের একটু আগে থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় এটিকে মোহনবা্গান। প্রথমার্ধ্ব শেষের বাঁশি বাজার একটু আগেই প্রথম গোলটি করেন ভয়ঙ্কর হয়ে ওঠা লিস্টন কোলাসো।
হুয়ান ফার্নান্দো'র ছেলেরা দ্বিতীয়ার্ধ্বেও তেমনভাবে জায়গা দেয়নি বেঙ্গালুরুকে। ম্যাচের ৮৫ মিনিটে দুর্ধর্ষ গোল করে এটিকে'র জয়ের পথ সুনিশ্চিত করে দেন মনবীর সিং।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রইল এটিকে মোহনবাগান।