আইএসএলের প্লে-অফে ওড়িশার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। নিজেদের ঘরের মাঠে ওড়িশাকে ২-০ গোলে হারাল সবুজ-মেরুনের ছেলেরা। আর এই জয়ের ফলেই সেমিফাইনালে উঠে গেল এটিকে ব্রিগেড। একেবারে যেন ঠিক সময়ে ছন্দে ফিরে এলো সবুজ-মেরুন। ঘরের মাঠে ম্যাচ বলে পেল পূর্ণ দর্শক সমর্থনও। সব মিলিয়ে ম্যাচের প্রথম থেকেই রীতিমতো তেতে ছিলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। সেমিফাইনালে তাঁদের মুখোমুখি হায়দরাবাদ এফসি।
প্রথমার্ধের ৩৬ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত গোল বুমোসের। আর দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পেত্রাতোসের দুর্দান্ত গোল। এই দুই গোলই ম্যাচে নির্ণায়ক হয়ে গেল। পাল্টা আক্রমণ করলে ফিনিশ না করতে পারার দরুণ খালি হাতেই ফিরতে হল ওড়িশা এফসি'কে।