১০ মিনিটের ক্যামিও। তাতেই বাজিমাত! ৮৬ মিনিটে ওপেচের গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে নিজেদের জায়গা আরও মজবুত করল হায়দরাবাদ এফসি। মঙ্গলবার গাচ্চিবউলি স্টেডিয়ামে ম্যাচের ৮৬ মিনিটে গোল করে হায়দরাবাদকে জেতালেন নাইজিরিয়ার স্ট্রাইকার ওপেচে। এই হারের ফলে আরও দুর্গম হল সবুজ-মেরুনের প্লে-অফের ওঠার রাস্তা। এই ম্যাচ হেরেও ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরেই রয়েছে এটিকে মোহনবাগান। বুধবার আইএসএলে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু ও মুম্বই। মুম্বই জিতলে কোনও ক্ষতি নেই, বেঙ্গালুরু জিতে গেলেই চার নম্বর স্থান থেকে ছিটকে যাবে এটিকে মোহনবাগান।
চোটের বহরে জর্জরিত এটিকে মোহনবাগান। হুগোবুমো, জনি কাউকোর মতো খেলোয়াড়রা মাঠের বাইরে। তবুও, হায়দরাবাদের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেতে ৩-৫-২ ছকে মাঠে নেমেছিল জুয়ান ফেরেন্দোর দল। প্রথম ৪৫ মিনিট সুযোগও পেয়েছিল মোহনবাগান। এর মধ্যেই বিপত্তি গ্লেন মার্টিন ও পুটিয়ার চোট। দুজনেই মাঠ ছাড়তে হাঁ হয়ে যায় সবুজ-মেরুনের মাঝমাঠ। সেই সুযোগই নেয় হায়দরাবাদ।
১৮ ম্যাচ ২৮ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে এটিকে মোহনবাগান। এখন তাদের মাথায় বেঙ্গালুরু, গোয়া এবং ওড়িশার ম্যাচের রেজাল্ট। কারণ, এই তিনটি দলই পয়েন্ট তালিকায় সবুজ-মেরুনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এটিকে মোহনবাগানের শেষ দুটি ম্যাচ কেরালা এবং ইস্টবেঙ্গল, জিতলেও যে স্বস্তি থাকবে, তেমন গ্যারান্টি কেউ দিতে পারছে না।