অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতেই ধাক্কা খেল ভারত। চিনের প্রতিভাবান টেনিস তারকা জাংচেং শাং-এর কাছে হেরে গেলেন সুমিত নাগাল। এই মুহূর্তে বিশ্বের প্রথম ৩০-এর মধ্যে থাকা জাংচেং শাং'কে ম্যাচের প্রথম সেটে হারিয়ে দিলেও পরের তিনটি সেটে নিজে হেরে গেলেন। যার ফলে স্কোরলাইন দাঁড়াল- ২-৬, ৬-৩, ৭-৫, ৬-৪।
সেকেন্ড রাউন্ডের ম্যাচে লড়াই চলল মোট ২ ঘণ্টা ৫০ মিনিট ধরে! চতুর্থ সেটের পর পরিষ্কার হয়ে যায় যে ম্যাচটি নাগালের হাতের বাইরে চলে গিয়েছে।
২৬ বছর বয়সী সুমিত নাগাল ছিলেন চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের সবথেকে বড় ভরসা। তৃতীয় সেট থেকেই ম্যাচ থেকে ক্রমে ছিটকে যান তিনি। আর ফিরে আসতে পারেননি। ১৮ বছরের 'বিস্ময়' তারকা জানচেং শাং এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে আরও অনেক চমক দিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরাও।