ছুটি নিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা অক্ষর প্যাটেল। সেই ছুটিতেই নাকি অক্ষর বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। পাত্রী মেহা পটেল।
তবে অক্ষর-মেহার বাগদান পর্ব সারা হয়েছে ২০২২-এর ২০ জানুয়ারি। গুজরাতের মেয়ে মেহা পেশায় তিনি নিউট্রিশনিস্ট। দীর্ঘ দিন ধরে অক্ষরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
২০ জানুয়ারি মেহার জন্মদিনেই অক্ষরের সঙ্গে বাগ্দান সেরেছিলেন মেহা। অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা হিসাবেও কাজ করেন মেহা।
বাগ্দানের পর মেহার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা সকলকে জানিয়েছিলেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার অক্ষর।