ভারতে খেলতে আসছে পাকিস্তান (Ind VS Pakistan) । বুধবারই হায়দরাবাদে পৌঁছবেন বাবর আজমরা (Babar Azam) । তার আগে সাংবাদিক বৈঠকে করেন পাক অধিনায়ক বাবর আজম । জানালেন, ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই ঠিকই, তবে যথেষ্ঠ গবেষণা তিনি করে ফেলেছেন ইতিমধ্যেই । খুব একটা চাপ হবে না বলে মনে করছেন বাবর । উল্লেখ্য, পাকিস্তানের বর্তমান টিমে দু'জন বাদ আর কোনও খেলোয়াড়ই ভারতের মাটিতে খেলেননি । সেক্ষেত্রে সেটা বড় চাপ হতে পারে পাকিস্তানের কাছে ।
বাবর আজম সাংবাদিক বৈঠকে জানান, দলের বেশির ভাগই ভারতের মাটিতে খেলেননি । তাই নিয়ে খুব একটা চাপেও নেই । ভারতের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে যথেষ্ঠ গবেষণা করেছেন । এশিয়ার অন্যান্য় দেশের মতোই পরিস্থিতি হবে শুনেছেন তিনি । জানা গিয়েছে, শুধুমাত্র মহম্মদ নওয়াজ এবং আঘা সলমনই ভারতের মাটিতে আগে খেলেছিলেন । তবে, বাবরের বিশ্বাস, ট্রফি জিতেই পাকিস্তান ফিরবেন তাঁরা ।
আরও পড়ুন, CFL 2023 : ডায়মন্ড হারবারকে হারিয়ে লিগ জয়ের আরও কাছে মহমেডান স্পোর্টিং
১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেশ উৎসাহী বাবর । নিজের ১০০ শতাংশ দিয়ে ম্যাচটা খেলবেন জানিয়েছেন তিনি । উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ভিসা নিয়ে সমস্যায় ভুগছিল পাকিস্তান। ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে দুবাইয়ে দুদিনের প্রস্তুতি শিবির করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু এই সমস্যা না মেটায় তাঁরা দুবাই যেতে পারেনি। ভিসা সমস্যা শেষপর্যন্ত মেটে । বুধবার লাহোর থেকে দুবাই হয়ে হায়দরাবাদে আসবে পাকিস্তান ক্রিকেট দল । শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা।