অনেক প্রত্যাশা জাগিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিল পাকিস্তান। কিন্তু ৯ ম্যাচের মধ্যে ৫টিতে হারতে হয়েছে বাবর আজমের দলকে। ২০১১ সালের পর টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালের যেতে পারল না পাকিস্তান। খারাপ ফলাফলের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি কি দায়িত্ব ছাড়বেন? ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হারের পর খোলাখুলি উত্তর দিলেন পাক অধিনায়ক।
বাবর আজম জানিয়েছেন, এখনওই অধিনায়কত্ব ছাড়ার কথা তিনি ভাবছেন না৷ তাঁর মতে বিশ্বকাপে পাকিস্তান অনেকগুলি ভুল করেছে। সেই সব ভুল শোধরাতে হবে। তবে একইসঙ্গে কিছু ইতিবাচক দিকও দেখা গিয়েছে বলে দাবি বাবরের। তিনি জানান, এখনও অধিনায়ক থাকতে চান৷ নিজের অভিজ্ঞতা দিয়ে আবার নতুন করে একটা ভাল দল তৈরি করতে চান।
বাবরের আক্ষেপ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি জিতলে অনেক অঙ্ক বদলে যেত। তিনি বলেন, প্রতি ম্যাচে ২০-৩০ রান বেশি দিয়েছেন তাঁরা। ক্যাচ ফস্কেছেন। স্পিনারেরা মাঝের ওভারে উইকেট নিতে পারেননি। তবে এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে দলকে।