স্ত্রীকে মারধরের অভিযোগে এফ আই আর দায়ের হয়েছে বিনোদ কাম্বলির (Vinod Kambli) বিরুদ্ধে । এবার সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বান্দ্রা থানায় তলব করল পুলিশ । রবিবার দুপুরে দু’জন পুলিশ আধিকারিক তাঁর ফ্ল্যাটে যান । নোটিস দিয়ে বলা হয়েছে, আগামী এক-দু’দিনের মধ্যে থানায় আসতে হবে তাঁকে । স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে ।
উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় কাম্বলির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শনিবার রাত ১টা থেকে ১টা ৩০ মিনিটে মধ্যে ঘটনাটি ঘটে। কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া পুলিশকে জানিয়েছেন, মত্ত অবস্থায় ফ্রাইং প্যানের হাতল দিয়ে মাথায় মেরেছেন কাম্বলি। সমস্যার সমাধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুন, Vinod Kambli: স্ত্রীকে মারধর, হেনস্থার অভিযোগ, বিনোদ কাম্বলির বিরুদ্ধে FIR দায়ের
বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, আন্দ্রিয়া প্রথমে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। সেখান থেকেই তিনি থানায় যান। স্বামীর বিরুদ্ধে এফআইআর করেন। আপাতত, একদিকের ঘটনার কথাই জানে পুলিশ । স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে বিনোদ কাম্বলিকেও জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনাটি জানতে চাইছে পুলিশ ।