ডোপিং বিধি না মানায় দু’বছরের জন্য ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে নির্বাসিত করল আন্তর্জাতিক ডোপিং সংস্থা ওয়াডা। রিয়ো অলিম্পিক্সে চতুর্থ স্থান পেয়ে সাড়া ফেলে দেওয়া দীপা নিজেও বুঝতে পারছেন না ঠিক কী ভাবে তিনি ডোপিং বিধি ভাঙলেন।
শোনা যাচ্ছে, ওয়াডার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে পারে জিমনাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া।
Pralay Ballistic Missile: চিন সীমান্তে রকেট বাহিনী! ১২০ টি প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত
২০২১ সালের মাঝামাঝি একটা সময় থেকে তাঁকে দু’বছরের নির্বাসনে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, ওয়াডার নির্দেশ মেনে ডোপ পরীক্ষা না দেওয়ারই মাশুল দিতে হল তাঁকে। বারবার যোগাযোগ করা হলেও নাকি দীপা এবং তাঁর কোচ, দুজনেই কোনও সাড়া দেননি। একটি সূত্রের দাবি, ২০১৯ সালে বিশ্ব জিমন্যাস্টিক্স শেষ হওয়ার পরে বারবার চোট পাওয়ায় তিনি নিয়মিত নানা ওষুধ খেতেন। সেই কারণেই পড়েন ওয়াডার সন্দেহের চোখে।
করোনায় বেশ কিছু প্রতিযোগিতা বাতিল হওয়ায় টোকিয়ো অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি ভারতের অন্যতম সেরা এই জিমন্যাস্ট। প্যারিস অলিম্পিক্সের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন দীপা।
রিওতে চতুর্থ হওয়া ছাড়াও ২০১৪-র গ্লাসগো কমনওয়েলথে ব্রোঞ্জ জিতেছিলেন দীপা