কাতার বিশ্বকাপের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভক্তদের (Cristiano Ronaldo) জন্য ধাক্কা। পেটের সমস্যা কাবু করেছে সিআর সেভেনকে, নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের খেলায় পর্তুগালের জার্সিতে পাওয়া যাবে না রোনাল্ডোকে, জানিয়ে দিলেন দলের কোচ।
যদিও ফুটবলপ্রেমীদের বড় অংশের ধারণা রোনাল্ডোকে ঘিরে সম্প্রতি তৈরি হওয়া বিতর্ক এড়াতেই তাঁকে আড়াল করার চেষ্টা করছে পর্তুগালের টিম ম্যানেজমেন্ট। নিজের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) নিয়ে সম্প্রতি একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন রোনাল্ডো। যদিও দলের কোচ স্যান্টোস জানিয়েছেন গ্যাসট্রিকের সমস্যায় ভুগছেন রোনাল্ডো। অন্যদিকে শোনা যাচ্ছে কাতার পর্ব শেষ হলেই ক্লাব ফুটবলে জার্সি বদলাবেন সিআর সেভেন। ম্যান ইউ-এর পর এবার ম্যান সিটিতে দেখা যেতে পারে রোনাল্ডোকে।
তবে বিশ্বকাপের আগেই রোনাল্ডোর শারীরিক সমস্যার প্রভাব কাতার পর্বে পড়বে না তো? উদ্বেগ বাড়ছে রোলান্ডোপ্রেমীদের