বিশ্বকাপের ম্যাচ চলাকালীন অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল কাতার। রামধনু পতাকায় নিজেকে মুড়ে মাঠে ঢুকে পড়লেন এক ব্যক্তি। সোমবার রাতে পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচ চলছে তখন। ইরান ইউক্রেনের মহিলাদের পাশে দাঁড়াতেই এই প্রতীকী প্রতিবাদ।
ব্যক্তি যে জামা পরেছিলেন, তাতে লেখা, “ইরানের মেয়েদের সম্মানে, জামার পেছনে লেখা 'ইউক্রেনকে বাঁচাও।”মাঠে ঢুকে পড়া ব্যক্তিকে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা বার করে দেন।
এই প্রথম নয়, আগেও কাতার বিশ্বকাপে বিভিন্ন ধরনের প্রতিবাদ দেখা গিয়েছে। ইরানের ফুটবলাররা প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত না গেয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। সোমবার যদিও ইরানের ম্যাচ ছিল না।
বিশ্বকাপে নিষিদ্ধ হয়েছে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী। সব ক্ষেত্রেই কাতারের অবস্থান মেনে নিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শেষ মুহূর্তে ফুটবল অ্যাসোসিয়েশনের উপর চাপ প্রয়োগ করলেন ফিফা কর্তারা।
সমানাধিকারের দাবিকে সম্মান জানাতে ইউরোপের সাতটি দেশের অধিনায়করা মাঠে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী পরে নামার কথা জানিয়েছিলেন। কিন্তু কাতার প্রশাসন এবং ফিফার ক়ড়া মনোভাবের পর সেই অবস্থান থেকে সরে এল তারা। ফিফার তরফে জানানো হয়েছে, নিয়মের বাইরে কিছু করা যাবে না। তেমন কিছু হলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট দলকে। অধিনায়করা ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী পরে মাঠে নামলে হলুদ কার্ড দেখানো হবে।