ফুটবল নিয়ে মাঠে নামার আগে যে পাম্প দিতে হয়, তা তো আমরা সকলেই জানতাম। কিন্তু ফুটবলে যে চার্জও দিতে হয়, তা কি জানা ছিল? অভিনব এই দৃশ্যই দেখছে গোটা পৃথিবী। এবারের বিশ্বকাপ খেলা হচ্ছে আল রিহলা বলে (Al Rihala Ball)।।খেলার আগে সেই বলে চার্জ দেওয়া হচ্ছে। অত্যাধুনিক এই বলের ভিতরে রয়েছে একটি ব্যাটারি। তাকেই চার্জ দেওয়া হচ্ছে।
আল রিহলা বলটির ভিতরে রয়েছে একটি সেন্সর। বলে স্পর্শ হলেই সেই সেন্সর প্রতি মুহূর্তে তথ্য পাঠাচ্ছে সার্ভারে। জানা গিয়েছে, প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠানো হচ্ছে। বলের সঙ্গে কোনও কিছু স্পর্শ হলেই সঙ্গে সঙ্গে নির্ভুল তথ্য চলে যাচ্ছে সার্ভারে। সেই সেন্সরের সঙ্গে যুক্ত ব্যাটারির ওজন ১৪ গ্রাম। একবার চার্জ দিলে সেটি ৬ ঘণ্টা কার্যক্ষম থাকে। সেই ব্যাটারিকেই চার্জ দেওয়া হচ্ছে।
Qatar World Cup Mexico Out : সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় মেক্সিকোর
অভিনব এই বল বহু বিতর্কের অবসান ঘটাচ্ছে। পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল বিতর্ক যেমন। ব্রুনো ফার্নান্ডেজের ক্রস যে রোনাল্ডোর মাথা স্পর্শই করেনি, তা নিশ্চিতভাবে বুঝতে সাহায্য করেছে বলের ভিতরের প্রযুক্তি।
চলতি বিশ্বকাপে বড় ভূমিকা নিচ্ছে প্রযুক্তি্। বহু গোল বাতিল হচ্ছে VAR- এর জন্য। তেমনই অভিনব প্রযুক্তি রয়েছে যে বলে খেলা হচ্ছে তাতেও।