মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে একটুর জন্য প্রাণে বেঁচেছেন। আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হলেও হাসপাতালেই ঋষভ পন্থ। ঋষভের গাড়ি দুর্ঘটনা নিয়ে এবার আবেগি প্রতিক্রিয়া দিলেন ৮৩-র বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অধিনায়ক কপিল দেব।
দুর্ঘটনার ভোরে নিজেই মার্সিডিজ চালাচ্ছিলেন ঋষভ। সেই প্রসঙ্গেই কপিল দেব একটি সংবাদ্মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋষভের উদ্দেশে বলেন, ঋষভের একটা দারুণ দেখতে, দারুণ গতিসম্পন্ন গাড়ি ছিল, কিন্তু অনায়াসে একজন ড্রাইভার রাখা যেত। একা চালানোর দরকারই তো ছিল না। এই বয়সে গাড়ি নিয়ে প্যাশন থাকা অস্বাভাবিক নয়, কিন্তু নিজের খেয়ালও তো নিজেকেই রাখতে হয়। কিছু সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়।
উঠতি ক্রিকেটার থাকার সময় তাঁর নিজেরও বাইক দুর্ঘটনা হয়েছিল, জানান কপিল দেব, তার পর থেকে আর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে বাইক ছুঁতে পর্যন্ত দেননি তাঁর ভাই।