উইম্বলডনের নতুন রানি হলেন ক্রাইচিকোভা। ইতালিয়ান টেনিস তারকা জেসমিন পাওলিনির কাছে সুযোগ ছিল শিরোপা জেতার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয় তাঁর। শনিবার মেয়েদের একক ফাইনালে ২-১ সেটে হারিয়ে উইম্বলডনের জয়ীর শিরোপা জিতলেন ক্রাইচিকোভা।
এটা নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতলেন ক্রাইচিকোভা। এর আগে ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন তিনি। এবার উইম্বলডন জয় তাঁর। যদিও ইতালিয়ান তারকা জেসমিস পাওলিনি কোনও শিরোপা জিততে পারেননি।
যদিও সমান সমানে লড়াই দিয়েছেন ২৮ বছর বয়সী পাওলিনি। প্রথম সেটে অবশ্য হেরে যান তিনি। তবে দ্বিতীয় সেট জিতে ফের ম্যাচে ফেরেন। যদিও তৃতীয় সেটে ক্রাইচিকোভার কাছে আর পেরে ওঠেননি পাওলিনি।
ফাইনালের ম্যাচ শুরুত থেকেই দাপটের সঙ্গে খেলতে নামেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা। প্রথম সেটেই ইতালিয়ান তারকা পাওলিনি দুবার সার্ভ ব্রেক করেন। সেই সঙ্গে ৬-২ গেম ব্যবধানে সহজেই প্রথম সেট নিজের দখলে নেন।
তবে শিরোপা না জিতেই ইতালিয়ান তারকা সর্বোচ্চ শিরোপা অর্জিন করেছেন। কারণ ২০২৪ সালের আগে তিনি কোনও গ্রান্ড স্লামের তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি। কিন্তু এবার সেটাই সত্যি হয়েছে।