চিরপ্রতিদ্বন্দী রিয়েল মাদ্রিদকে (Real Madrid) হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা (Barcelona)। রবিবার ৩-১ গোলে মাদ্রিদকে হারিয়ে দেয় বার্সা। গত পাঁচ বছরে এই প্রথমবার স্প্যানিশ সুপার কাপ (Super Cup) জিতলেন বার্সেলোনার ফুটবলাররা।
বার্সা-মাদ্রিদের ম্যাচের ৩৩ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন তরুণ মিডফিল্ডার গাবি। বার্সার হয়ে বাকি দুটি গোল করেন রবার্ট লেওয়ানডস্কি এবং পেদ্রি। মাদ্রিদের হয়ে মান রক্ষার গোল করেন রিয়ালের ফরাসি তারকা করিম বেঞ্জেমার।
আরও পড়ুন- তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রোনাল্ডো, পাত্রী কে চেনেন?