তৈরি হল ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন উপদেষ্টা কমিটি। এই কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক। আর পি সিং এবং মদনলালের পুরনো কমিটি সরিয়ে গঠন করা হল এই নতুন কমিটি। এই কমিটির প্রথম কাজ হল নির্বাচকদের মনোনয়ন করা। চেতন শর্মাদের সরিয়ে দেওয়ার পর নতুন নির্বাচক হতে আবেদন জমা পড়েছে ৬০টি। এই পরিস্থিতিতে কার হাতে উঠবে দায়িত্ব সেটা ঠিক করবে এই ক্রিকেট পরামর্শদাতা কমিটি।
বোর্ডের নিয়ম অনুযায়ী, নির্বাচক কমিটি বেছে নেওয়ার দায়িত্ব রয়েছে এই উপদেষ্টা কমিটির। যে কমিটিতে এত দিন কেউ ছিলেন না। মদল লালের ৭০ বছর বয়স হওয়ার পর তিনি দায়িত্ব থেকে সরে যান।
উল্লেখ্য, বাংলার ক্রিকেটার অশোক মালহোত্রা ৭টি টেস্ট এবং ২০টি এক দিনের ম্যাচ খেলেছেন। ভারতের ক্রিকেটারদের সংস্থার প্রধান ছিলেন তিনি। পরাঞ্জপে খেলেছেন ৪টি টেস্ট। তিনি একসময় ভারতের নির্বাচক কমিটিতে ছিলেন। নায়েক দু’টি টেস্ট, ৪৬টি এক দিনের ম্যাচ এবং ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন। ১১ বছর ধরে ভারতের হয়ে খেলেছেন তিনি।