BCCI:স্পনসরের কাছে বকেয়া প্রায় ৮৬ কোটি টাকা, অভিযোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের

Updated : Jul 29, 2022 12:52
|
Editorji News Desk

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অভিযোগ, দলের জার্সি স্পনসরকারী সংস্থার কাছে বোর্ডের মোটা টাকা বকেয়া, যার পরিমাণ প্রায় ৮৬ কোটি টাকা। এছাড়া জানা গিয়েছে, ভারতীয় দলের মূল স্পনসরও পালটাতে চলেছে । এখন যারা মূল স্পনসর তারা অন্য এক সংস্থাকে দায়িত্ব দেবে বলে জানা গিয়েছে।

এখন ভারতীয় বোর্ডের জার্সি স্পনসর করে এক অনলাইন শিক্ষামূলক অ্যাপ। ২০১৯ সাল থেকে তাদের সঙ্গে চুক্তি হয়েছিল বোর্ডের। বছরে ১০ শতাংশ করে টাকা বাড়ানোর চুক্তি হয়েছিল। এই বছর এপ্রিল মাসে চুক্তি সই হয়। ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি রয়েছে। বিসিসিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বোর্ড ওই সংস্থার কাছে ৮৬ কোটি ২১ লক্ষ টাকা পায়। যদিও বোর্ডের অভিযোগ মানতে নারাজ ওই সংস্থা। তাদের দাবি বোর্ডের সঙ্গে আমাদের চুক্তির সময়সীমা বাড়ানোর কথা চলছে তবে এখনও তাতে সিলমোহর পড়েনি। সেই সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত হলে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হবে। আমাদের তরফে কোনও টাকা বাকি নেই।”

National COVID Update: পাঁচ মাসে দেশে করোনার দৈনিক সংক্রমণ সর্বোচ্চ, গত ২৪ ঘণ্টায় মৃত ৬০

২০১৯ সালে ওই সংস্থার সঙ্গে বোর্ডের চুক্তির আগে এক মোবাইল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি ছিল বোর্ডের। ভারতীয় দলের মূল স্পনসর যে সংস্থা, তারাও দায়িত্ব ছেড়ে দিতে চাইছে। তারা অন্য এক সংস্থার হাতে দায়িত্ব তুলে দিতে চায় বলে জানা গিয়েছে। বোর্ডের সঙ্গে ২০১৯ সালে চার বছরের চুক্তি হয়েছিল তাদের। চার বছরে ৩২৬ কোটি ৮০ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। ম্যাচ প্রতি প্রায় ৩ কোটি ৮০ লক্ষ টাকার সেই চুক্তি অন্য এক সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে। 

 

Indian CricketBCCI

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া