আইপিএলে রীতিমতো চেনা ছন্দেই রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে তাঁর আচরণে বিরক্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড - বিসিসিআই৷ কোহলির আচরণের জন্য তাঁকে শাস্তি দিল বোর্ড।
বিরাট কোহলির ম্যাচ ফি-র একাংশ কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকার ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। বোর্ড জানিয়েছে, আইপিএলের নিয়মের ২.২ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন কোহলি। এটি লেভেল ১ অপরাধ। তাই এ ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। বিরাট এ-নিয়ে কিছু বলতে পারবেন না।
সিএসকে ব্যাটার শিবম দুবে আউট হওয়ার পর মাঠে আগ্রাসী আচরণ করেন বিরাট৷ সেই কারণেই এই শাস্তি বলে মনে করা হচ্ছে।