ঘোষণার সময় থেকেই মহিলাদের আইপিএল নিয়ে কৌতূহল তুঙ্গে। এবার, বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হল, কোন কোন দল খেলবে ওই আইপিএলে তা জানিয়ে দেওয়া হবে আগামী ২৫ জানুয়ারি। ইএসপিএন ক্রিকইনফো'র সূত্র অনুযায়ী, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সেইসব শহরের নামও জানিয়ে দেওয়া হবে, যে শহরগুলির নাম নিয়ে ওই দলগুলি খেলবে।
উল্লেখ্য, এখনও পর্যন্ত কোনও বেস প্রাইজের কথা ঘোষণা করেনি বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ১০'টি সিজনের কথা মাথায় রেখে মূল্য ধার্য করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।