আগামী ২৭ মে আহমেদাবাদে বিশেষ জরুরি বৈঠক ডাকা হল বিসিসিআই-এর পক্ষ থেকে। ওই বৈঠকে কোনও বিশেষ ঘোষণা করা হতে পারে বলে জানাচ্ছে ক্রিকবাজের সূত্র। ওই বৈঠকে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। যেখানে আগামী অক্টোবর-নভেম্বরে আয়োজিত হতে চলা বিশ্বকাপের ভেন্যু থেকে শুরু করে বিশ্বকাপ সংক্রান্ত অতিরিক্ত কমিটির সদস্যদের নাম ঘোষণা পর্যন্ত সবকিছুই নিয়ে আলোচনা হবে বলে জল্পনা।
উল্লেখ্য, কবে থেকে শুরু হবে বিশ্বকাপ, তা এখনও চূড়ান্ত হয়নি। একটি মহলের জল্পনা, ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলতে পারে ক্রিকেট বিশ্বের এই রাজসূয় যজ্ঞ। দেশের ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলি হবে। ফাইনাল হবে আহমেদাবাদে। ২৭ মে-র বৈঠকেই কি চূড়ান্ত হবে বিশ্বকাপের সূচি? জল্পনা আপাতত তুঙ্গে।