শুক্রবার থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট। সেজে উঠেছে ইডেন গার্ডেন্স। এই লিগের উদ্বোধন করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কথা ছিল, উদ্বোধনে আসবেন, অমিতাভ বচ্চন, মহেন্দ্র সিং ধোনির মতো তারকা। সিএবির পক্ষ থেকে জানা গিয়েছে, আসছেন না কোনও বড় তারকা। শুক্রবার ইডেনে ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টসের প্রদর্শনী ম্যাচে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টে এবার অন্য রূপে ধরা দেবে ইডেন গার্ডেন্স। প্রতি ইনিংসের মাঝেই দেখা যাবে লেজার লাইট শো। এই লাইট শোয়ের মাধ্যমে দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের উৎসব পালন করবে সিএবি। তবে এটি পরীক্ষামূলক ভাবে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্যবহার করা হচ্ছে। আগামী বছর অক্টোবর মাসে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রতি ম্যাচে ব্যবহার করা হবে এই লেজার লাইট শো।
আরও পড়ুন: টেনিসকে বিদায় রজার ফেডেরারের, অবসর ঘোষণা সুইস সম্রাটের
মোট চারটি শহরে অনুষ্ঠিত হবে লেজেন্ডস লিগ ক্রিকেট। ইন্ডিয়া ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, মনিপাল টাইগার্স ও ভিলওয়ারা কিংস, এই চার দল অংশ নেবে লেজেন্ডস লিগ ক্রিকেটে। এই চার দলের অধিনায়ক গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং ও ইরফান পাঠান।