আজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে (West indies) ভারত (India) কী ব্রাজিল (Brazil) হতে পারবে ? কারণ, ফুটবল বিশ্বকাপে ব্রাজিলই একমাত্র দেশ যাদের কাছে পাঁচটি বিশ্বকাপ (World cup) রয়েছে। বড়দের ক্রিকেটে এই রেকর্ড ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া (Australia)। আর যুব বিশ্বকাপে আজ সেই নজিরের সামনে ভারত। এই নিয়ে আটবার ভারত এই পর্যায়ে বিশ্বকাপের ফাইনালে উঠছে। জিতেছে চারবার।
ভিভি রিচার্ডস স্টেডিয়ামে ক্রিকেট যুব বিশ্বকাপের ফাইনালে ভারত অধিনায়ক যশ ধূলের নেতৃত্বে (Yash Dhul) ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে এগিয়ে থাকছে টিম ইন্ডিয়া। কারণ, এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য ভারত। একটি ম্যাচও হারেননি রবি কুমার। ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধেও নিজেদের কৌশল সাজিয়ে ফেলেছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।
ইংল্যান্ডের বিরুদ্ধে স্পিন আর গতি দুটোই প্রয়োগ করতে চায় টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ইংলিশ ক্রিকেটারদের ব্যাটিং দুর্বলতা কার্যত ধরা গিয়েছে বলেই দাবি টিম ম্যানেজমেন্টের। এই পরিস্থিতিতে আজ ভারতই এগিয়ে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (Bcci) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganuly)।
ঘরের মাঠে রবিবার থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগে সৌরভের দাবি, এই ম্য়াচে ভারতই এগিয়ে। কারণ, একটাও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। তবে ম্য়াচটা ফাইনাল। তাই দেশের যুব ক্রিকেটারদের সতর্ক করে দিচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।