গত বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। BCCI এর প্রেসিডেন্ট হিসেবে সৌরভের রাজত্ব শেষ, আর এই নিয়েই এখন চলছে জোর তরজা৷ কারও কথায়, বিজেপির রাজনীতির শিকার সৌরভ আবার পাল্টা কেউ কেউ বলছেন তিনি নাকি সভাপতি হিসেবে বিশেষ কাজই করেননি। এমন হাজারো মুখরোচক গল্প যখন চারিদিকে ঘুরছে, তখন অবশেষে মুখ খুললেন BCCI এর কোষাধ্যক্ষ অরুণ ধুমল (Arun Dhumal)।
আরও পড়ুন- উল্লেখ মোদীর কথা, বোর্ডের নাটকে প্রথমবার মুখ খুললেন মহারাজ
ধুমল জানান, "শেষদিনের বৈঠকে বাংলার মহারাজাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্যটুকুও করেনি, সমালোচনা তো দুরের কথা।" ধুমলের কথায়, "গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, বৈঠকে নাকি চূড়ান্ত আক্রমণ করা হয়েছে 'দাদা'কে, অপমান করা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন এসব অভিযোগ ভিত্তিহীন। দাদার বিরুদ্ধে কেউ একটাও কথা বলেননি। অধিনায়কের মতোই প্রশাসক হিসেবেও সৌরভ অতুলনীয়।"
এত প্রশংসা পাওয়ার পরেও কেন সরতে হচ্ছে সৌরভকে? এই প্রশ্ন উঠতেই BCCI এর কোষাধ্যক্ষ জানান, "পর পর দুবার কোনও সভাপতি দায়িত্ব সামলাননি, এটিই BCCI এর গঠনতন্ত্র-পরিকাঠামো। তাই দাদাকেও মসনদে পরপর দু'বার রাখা হবে না।"